চাঁদপুরের ফরিদগঞ্জে সাবেক স্বামীর ভাগ্নের বাড়িতে স্ত্রী’র অধিকারের দাবীতে অবনশন করছেন সীমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ। আজ বুধবার (২৯ জুন) উপজে’লার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। পরে ৯৯৯ পু’লিশ সংবাদ পেয়ে বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অনুরোধ করে।
অনশনরত সীমা আক্তার জানান, উপজে’লার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি গ্রামের বেপারী বাড়ির আনোয়ার হোসেন মানিক তার প্রথম স্বামীর ভাগ্নে। আনোয়ার হোসেন মানিকের মামা বিল্লাল হোসেনের সাথে আমা’র ২০০৯ সালে বিয়ে হয়। বিয়ের পর মানিক আমা’র বিভিন্ন ভাবে কৌশলে ছবি তুলে হ’য়’রানি করে স’ম্প’র্ক করতে বাধ্য করে। এই স’ম্প’র্ককে কেন্দ্র করে আমাদের ৭ বছরের সংসার ভেঙ্গে যায়। পরবর্তীতে মানিক আমাকে বিয়ে করার কথা থাকলেও সে বিদেশি গিয়ে চার বছরেও ফিরে আসেনি। তারপর আমা’র পরিবারের কারণে আমা’র দ্বিতীয় বিয়ে হয় রামপুর গ্রামের ঢাকায় বাসিন্দা এনামুল হকের সাথে। সেখানেও বিভিন্ন কায়দায় মানিক আমা’র ক্ষতিসাধন করা শুরু করে।
একপর্যায়ে সে আমা’র দ্বিতীয় স্বামীর কাছে যোগাযোগ করার কারণে আমা’র দ্বিতীয় সংসার ভেঙ্গে যায়। তারপর মানিক বিদেশে থাকা অবস্থায় মোবাইল ফোনে আমা’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিদেশ থেকে এসে এখন সে আমাকে স্বামীর অধিকার দিচ্ছে না। বহু অ’পেক্ষা করেও অধিকার না পাওয়ায় স্ত্রী’র অধিকার দাবিতে অনশন করছি। অনশনকালে আনোয়ার হোসেন মানিক ও তার পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলো না। তারা আগেই ঘরের তালা বদ্ধ করে চলে যায়।
ফরিদগঞ্জ থা’নার ওসি (ত’দ’ন্ত) প্রদীপ মন্ডল সাংবাদিকদের জানান, সীমা আক্তার ৯৯৯ কল করেছে। বিষয়টি খোঁজ নিয়ে আম’রা স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে বিষয়টি সুরাহা করার জন্য বলা হয়েছে।